পর্বঃ মলাস্কা:

Mollusca - Animal Phylums

মলাস্কা  হলো অমেরুদন্ডী প্রাণীর পর্ব। এই পর্বের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। এরা অধিকাংশ অগভীর জলে বসবাস করে। এই পর্ব সবচেয়ে বৃহত্তম সামুদ্রিক অমেরুদন্ডী
 প্রাণীর প্রজাতি। এই পর্বের 84977(Zhang 2013) প্রজাতি রয়েছে। মলাস্ক হলো পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক , নামযুক্ত সমস্ত সামুদ্রিক জীবের প্রায় 23% সমন্বিত।

Mollusca

শনাক্তকারী বৈশিষ্ট্য:
  1. এদের দেহ নরম। নরম দেহটি শক্ত খোলস ম্যান্টল দিয়ে আবৃত।
  2. পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে।
  3. বহিঃত্বক ,ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।
  4. এরা বৈচিত্র্যপূর্ণ প্রাণী।
  5. এরা অধিকাংশই সামুদ্রিক।
  6. সিলোমেট,অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম।
  7. রক্তে হিমোসায়ানিন (haemocyanin) ও অ্যামিবোসাইট (amoebocyte) কণিকা থাকে।
  8. দেহে ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে।
Gastropoda - Wikipedia


1 thoughts on "মোলাস্কা : পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য, আকার আকৃতি, শ্রেণীবিভাগ ইত্যাদি বিস্তারিত"